কৃষি দিবানিশি
‘কৃষি দিবানিশি’ কৃষি বিষয়ক ম্যাগাজিন। আমরা বিভিন্ন রকম ফসল যেমন- ধান, গম, ভূট্রা, পাট, পেয়ারা, পেপে, কলা, কুল, বড়ই, মাল্টা,মালটা, আম, লটকন সহ আরো অনেক সবজি জাতীয় ফসল যেমন - আলু, বাঁধাকপি, শিম, মূলা, মিষ্টিকুমড়া, করলা, কাঁকরোল, ঝিঁঙ্গা, গাজর, কলমীশাক, বেগুন, ফুলকপি, বরবটি, ঢেঁড়স, চালকুমড়া, শসা, ধুন্দল, পুঁইশাক, লালশাক, টমেটো, লাউ, পটল, ক্ষীরা, পানিকচু, ডাঁটা, ক্যাপসিকাম ইত্যাদি ফসলের রোগবালাই দমনে বালাইনাশক, কীটনাশক, সার, বিষ প্রয়োগ এবং ফসলের মৌসুম ও জাত সম্পর্কিত তথ্য ও পরামর্শ দিয়ে থাকি।

এমামেকটিন বেনজয়েট(Emamectin benzoate) গ্রুপের কীটনাশক পরি

এমামেকটিন বেনজয়েট বেগুন ও শিম সহ অন্যান্য ফসলের ফল ও ডগা ছিদ্রকারী পোকা প্রতিরোধ ও দমনে বিশেষ কার্যকরী। এটি পরিবেশবান্ধব নতুন প্রজন্মের কীটনাশক

এমামেকটিন বেনজয়েট(Emamectin benzoate) কী? 

এমামেকটিন বেনজয়েট(Emamectin benzoate) এভারমেকটিন বি১ অর্থাৎ এবামেকটিন থেকে গাঁজন পদ্ধতিতে তৈরি একটি নতুন ধরনের কীটনাশক। এটি একটি নতুন ধরনের উচ্চ-দক্ষতাসম্পন্ন আধা-সিন্থেটিক অ্যান্টিবায়োটিক কীটনাশক যা অত্যন্ত উচ্চ দক্ষতা, কম বিষাক্ত (প্রস্তুতিটি প্রায় অ-বিষাক্ত), দূষণমুক্ত এবং লেপিডোপ্টেরা সহ বিভিন্ন কীটপতঙ্গ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়।

এমামেকটিন বেনজয়েট

এমামেকটিন বেনজয়েট(Emamectin benzoate) কীভাবে কাজ করে

এমামেকটিন বেনজয়েট বেগুন এবং শিমের ফল ও ডগা ছিদ্রকারী পোকা প্রতিরোধে কার্যকরী কীটনাশক। এমামেকটিন বেনজয়েট ব্যবহারের উপকারিতা সমূহ

  • এমামেকটিন বেনজয়েট স্প্রে করার পরপরই গাছের ভিতর ঢুকে পড়ে
  • অল্প সময়ের মধ্যেই পোকা খাওয়া বন্ধ করে দেয় এবং পরবর্তীতে পোকা মারা যায়।
  • স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য হওয়ায় হালকা বৃষ্টিতে ধুয়ে যায় না।
  • ফলে পোকা না থাকায়, ফল চকচকে উজ্জ্বল পুষ্ট হয়। সুস্থ ফস্ল ক্রেতার পছন্দ এবং যা অধিক বাজার মূল্য নিশ্চিত করে।

ব্যবহারবিধি

ফসল রোগ/পোকা প্রয়োগ
প্রতি হেক্টর প্রতি লিটার
শিম পট রোবার, জাব পোকা ৫০০ গ্রাম ১ গ্রাম
বেগুন ডগা ও ফল ছিদ্রকারী পোকা ১.৫ কেজি ৩ গ্রাম
ধান বাদামী গাছ ফড়িং ১ কেজি ২ গ্রাম
টমেটো ফল ছিদ্রকারী পোকা ৫০০ গ্রাম ১ গ্রাম
পাট পাটের বিছাপোকা ৭৫০ গ্রাম ১.৫ গ্রাম
তুলা বোলওয়াম ৫০০ গ্রাম ১ গ্রাম
চা লাল মাকড়, হেলোপেস্টিস ৫০০ গ্রাম ১ গ্রাম

এমামেকটিন বেনজয়েট গ্রুপের কীটনাশকের বানিজ্যিক নাম

কৃষিক্ষেত্রে এমামেকটিন বেনজয়েট ৫ ও ১০ এসজি ও ডব্লিউডিজি ফরমুলেশনে এটি পাওয়া যায়। এছাড়াও মিশ্র কীটনাশক হিসেবে অন্যান্য ফরমুলেশনে পাওয়া যায়। এটি পরিবেশবান্ধব, ফল ছিদ্রকারি পোকা প্রতিরোধ ও দমনে ব্যাপক ব্যবহৃত হয়। বিভিন্ন কোম্পানি থেকে এটি বিভিন্ন নামে বাজারজাত করে। নিচে কিছু উল্লেখ করা হলো :

বানিজ্যিক নাম কোম্পানি
ম্যাকডয়েট ম্যাকডোনাল্ড
ইমাকটিন সিড লিংক
প্রোক্লেম সিনজেনটা
প্রোটেক্ট এসিআই
লিভা স্কয়ার
লোয়েট লারসেন কেমিক্যাল
হোসামেকটিন হোসেন এগ্রো
ছটফট কেমিষ্ট ক্রপ কেয়ার
ইমাকটো সেমকো
ওয়ান্ডার মিমপেক্স
পাচতারা মিমপেক্স
পাচতারা ন্যাপ এগ্রো
হেপিং এমিন্যান্স কেমিঃ
সাসপেন্ড হেকেম
এমাকর করবেল
সাহাম ইতেফা
জয়মেক লালতীর
নীল বাংলাদেশ এগ্রিকালচার
ই-বেন সুইট এগ্রোভেট
টিয়ার বিস্লিং গ্রুপ
সেনবেন সেঞ্চুরি এগ্রো
শার্পার ন্যাশনাল এগ্রিকেয়ার
রিমাইন্ডার প্রগ্রেস এগ্রো
মহাশক্তি টাটা এগ্রো কেয়ার

ক্রস প্রতিক্রিয়া

এমামেকটিন বেনজয়েট অন্যান্য সাধারণ কীটনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যায়৷ তবে এটিকে ছত্রাকনাশকের সাথে মেশাতে নিষেধ করা হয়ে থাকে৷  

সাবধানতা

শিশুদের নাগালের বাইরে রাখুন। মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন