About Us

“কৃষি দিবানিশি” কৃষি কাজ ভিত্তিক ম্যাগাজিন।  এখানে কৃষি সম্পর্কিত সকল ধরনের তথ্য দেওয়া হয়। আধুনিক কৃষি কাজ কৃষকের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষিখামার রয়েছে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে।

এদেশের কৃষকরা সাধারণত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। বেশিরভাগ কৃষক এখনও ফসল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে লাঙল,মই এবং গরু ইত্যাদির উপর নির্ভরশীল। তবে কৃষকদের অনেকেই এখন বিভিন্ন আধুনিক কৃষি-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় ফলন বাড়াতে সক্ষম হয়েছে। ধান ও পাট বাংলাদেশের প্রধান ফসল হলেও গম,চা,আখ,আলু এবং বিভিন্ন ধরনের শাক-সবজি এদেশে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদিত হয়।

আমাদের লক্ষ্য কৃষকে আধুনিক কৃষক হিসেবে তৈরী করা। আধুনিক কৃষক আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান রাখে। ফলে খরচ কমে আসে, উৎপাদন বেশি হয়। 

আমাদের লক্ষ্য সমূহ

  • আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়া।
  • কৃষককে আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া।
  • প্রশিক্ষণের মাধ্যমে কৃষককে আধুনিক করে তুলা। 
কৃষক আধুনিক হলে কৃষি আধুনিক হবে। কৃষক আমাদের প্রাণ।  কৃষক বাঁচলে কৃষি বাঁঁচবে। তাই আমরা কৃষক এর ক্ষতি রোধ করে কিভাবে কৃষককে লাভবান করা যায়। তা নিশ্চিত করবো।