বিংগো দাম ও ব্যবহারবিধি
বিংগো মূলত বোরন। বোরনের অভাবজনিত ঘাটতি পূরণ করে বিংগো ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। এটি ধান, আলু, শাক- সবজি, তেলবীজ ও ডালজাতীয় ফসলে...
বিংগো কি?
বিংগো মূলত বোরন। বোরনের অভাবজনিত ঘাটতি পূরণ করে বিংগো ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। এটি ধান, আলু, শাক- সবজি, তেলবীজ ও ডালজাতীয় ফসলে কার্যকরী।
উপাদান : বোরন- ২০%
বোরন এর অভাবজনিত রক্ষণ সমূহ
- গাছের নতুন গজানো পাতা ফ্যাকাসে দেখায়, কুঁকড়ে যায়, জটা ধরে ও গাছ
- কচি কান্ডের বৃদ্ধি ব্যাহত হয় এবং নতুন গজানো কুশি/ডগা মারা যায়।
- শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।
- ফলের উপর বিবর্ণ দাগ পড়ে, চামড়া ফেটে যায় এবং আকারে আঁকা
অনুমোদিতমাত্রা
একর প্রতি ১ কেজি। তবে জমির উর্বরতা ও জমিতে বোরনের অভাবের রতম্যভেদে বিংগো এর মাত্রা কম বেশী হতে পারে।
ব্যবহারবিধি
শেষ চাষের পুর্বে মাটিতে অনুমোদিত মাত্রায় বিংগো প্রয়োগ করুন। গাছের শারীরিক বৃদ্ধির সময় বোরনের অভাবজনিত লক্ষণ দেখা দিলে উপরি প্রয়োগ হিসাবে প্রতি লিটার পানিতে ১.৫ গ্রাম বিংগো মিশিয়ে ভালভাবে স্প্রে করুন।
বিংগো এর উপকারিতা
- গাছের পাতায় এবং কান্ডে ক্লোরোফিল তৈরিতে সহায়তা করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়।
- ধান ও অন্যান্য দানাজাতীয় শস্যের দানা অধিক পুষ্ট হয় এবং ফলন বাড়ে।
- আলু ও অন্যান্য ফসলে ফলের আকার সুষম হয়।
- ফলের চামড়া ফেটে যাওয়া ও বিবর্ণ দাগ পড়া থেকে রক্ষা করে।
বিষাক্ততা
অনুমোদিত মাত্রায় ব্যবহারকারীর উপর এর বিষক্রিয়ার কোন নজির নাই। তবে মাটিতে উচ্চ মাত্রায় বোরন ব্যবহার উদ্ভিদের জন্য বিষাক্ততা সৃষ্টি করতে পারে।
সাবধানতা
শিশুদের নাগালের বাইরে রাখুন।
মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।
রেজিঃ আই এম পি - ১৮২৪