ম্যাগমা দাম ও ব্যবহারবিধি

ম্যাগমা ম্যাগনেসিয়াম ও সালফারের সমন্বয়ে গঠিত ম্যাগনেসিয়াম সালফেট যৌগ। এটি ম্যাগনেসিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন....

ম্যাগমা (ম্যাগনেসিয়াম সালফেট)

ম্যাগমা ম্যাগনেসিয়াম ও সালফারের সমন্বয়ে গঠিত ম্যাগনেসিয়াম সালফেট যৌগ। এটি ম্যাগনেসিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। ধান, আলু, টমেটো, পাট, আখ, পান, শাকসবজি, ডাল ও তৈল জাতীয় ফসলে প্রয়োগের জন্য ম্যাগমা অনুমোদিত।

ম্যাগমা

উপাদান
: ম্যাগনেসিয়াম: ৯.৫% এবং সারফার: ১২.৫%

অনুমোদিত মাত্রা : বিঘাপ্রতি (৩৩ শতাংশ) ২ কেজি, একর প্রতি ৬ কেজি।

অভাবজনিত লক্ষণসমূহ

  1. ধান, গম, ভুট্টা ইত্যাদি দানা জাতীয় ফসলে ম্যাগনেসিয়ামের অভাবে গাছ হলুদাভ বিবর্ন দেখায়। সালোকসংশ্লেষনের হার কম হওয়ায় গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয় এবং ফলন কমে যায়।
  2. শাকসবজীতে অপরিপক্ক পাতা ঝরে পড়ে, পাতার কিনারা শুকিয়ে কুঁকড়িয়ে যায়, মূলে শাখা-প্রশাখা কম হয়, পাতা হলুদাভ, বিবর্ণ দেখায়। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
  3. ফলমূলে গাছের পুরাতন পাতার মধ্যশিরা বরাবর হলুদ ও লালচে বর্ণ ধারণ করে। বৃদ্ধি কমে যায়।

ব্যবহারবিধি

ফসলের বীজ বপন বা চারা রোপণের পূর্বে জমিতে শেষ চাষের সময় অনুমোদিত মাত্রায় ম্যাগমা ছিটিয়ে দিন। ফসলে শারীরিক বৃদ্ধির সময় অভাব দেখা দিলে উপরি প্রয়োগ করা যায়।

ম্যাগমা এর উপকারীতা

  • গাছকে মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণে এবং পাতায় ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে।
  • গাছের ফলন বৃদ্ধিতে সহায়তা করে।
  • ফসলের গুনগত মান বদ্ধি করে।
  • সঠিক প্রয়োগে ইহার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং পরিবেশের উপর কোন প্রভাব ফেলে না।

সাবধানতা

শিশুদের নাগালের বাইরে রাখুন। 

মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।

রেজি: আই. এম.পি- ১৮২৩

আপনারঅদৃশ্যমন্তব্য

1 টি মন্তব্য

Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন