রিডোমিল গোল্ড ৬৮ ডব্লিউজি দাম ও ব্যবহারবিধি

রিডোমিল গোল্ড মূলত স্পর্শক ও প্রবহমান গুন সম্পুর্ণ সহজে পানিতে দ্রবনীয় দানাদার ছত্রাকনাশক, যার মূল উপাদান মেটালেক্সিল এম ও মেনকোজেব। ইহা প্রতিরোধক..

রিডোমিল গোল্ড কী?

রিডোমিল গোল্ড মূলত স্পর্শক ও প্রবহমান গুন সম্পুর্ণ সহজে পানিতে দ্রবনীয় দানাদার ছত্রাকনাশক, যার মূল উপাদান মেটালেক্সিল এম ও মেনকোজেব। প্রবহমান গুনের কারনে নতুন গজানো পাতা ও ডগায় রোগের আক্রমন হয় না। স্পর্শক গুনের কারনে গাছের বাহিরে প্রলেপ সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে।  ইহা প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে।

“আলু ক্ষেতের মড়ক দমনে অধিক কার্যকরী পানিতে দ্রবনীয় দানাদার”

রিডোমিল গোল্ড

মূল উপাদান

মেটালেক্সিল এম + মেনকোজেব (প্রতি কেজি রিডোমিল গোল্ড - এ ৪০ গ্রাম মেটালেক্সিল এম ও ৬৪০ মেনকোজেব আছে)

ফরমুলেশন : দ্রবনীয় দানাদার (ডব্লিউজি)

প্যাক সাইজ : ১০০ গ্রাম ও ৫০০ গ্রাম

বাহ্যিক অবস্থা : দানাদার (পিপেট টেকনোলোজি)

রং : হলুদাভ থেকে গাড় বাদামী

কার্যক্ষমতা : স্পর্শক ও প্রবহমান

পন্যের উৎস (দেশ) : ফ্রান্স

রিডোমিল গোল্ড কীভাবে কাজ করে? 

মেটালেক্সিল এম

  • প্রবহমান গুনের কারনে গাছের ভিতর প্রবেশ করে রসের সাথে মিশে উপরের দিকে ধাবমান হয়ে সমস্ত গাছে ছড়িয়ে যায়।
  • ভিতরের দিক থেকে পাতা, কুশি এমনকি আক্রান্ত পাতাও ছত্রাকের আক্রমন থেকে রক্ষা করে ।
  • স্পর্শক ও প্রবহমান গুনের কারনে ছত্রাকের বৃদ্ধি এবং স্পোর উৎপাদন বন্ধ করে।
  • নতুন গজানো পাতা ও ডগায় পৌঁছে যায় যা প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে।

মেনকোজেব

  • স্পর্শক গুনের কারনে ছত্রাক এর সংস্পর্শে আসা মাত্রই মারা যায়।
  • স্পোরের বৃদ্ধি বন্ধ করে মেরে ফেলে।
  • গাছের বাইরের দিকে আবরন তৈরী করে পাতা, কুশী ও আক্রান্ত পাতা রক্ষা করে।

রিডোমিল গোল্ডের উপকারিতা

  • নতুন ধরনের পানিতে দ্রবনীয় প্রবহমান ও স্পর্শক গুনসম্পন্ন দানাদার ছত্রাকনাশক।
  • প্রবহমান গুনের কারনে নতুন গজানো পাতা ও ডগায় রোগের আক্রমন হয় না।
  • স্পর্শক গুনের কারনে গাছের বাহিরে প্রলেপ সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ করে।
  • পানিতে দ্রবনীয় তরল হওয়ায় ব্যবহারের সময় স্প্রে মেশিনের নীচের অংশে তলানী আকারে জমা হয় না এবং মিশ্রন তৈরীর সময় পাউডারের মত বাতাসে উড়ে না বিধায় সঠিক মাত্রা নিশ্চিত সয় শারিরীক ও অর্থনৈতিক ক্ষতি বহুলাংশে কমে যায়।
  • বৃষ্টি বা কুয়াশায় ধুয়ে যায় না।

ব্যবহারবিধি

  • মাত্রা : প্রতি লিটার পানিতে ৫ গ্রাম।
  • প্রথম দিকে আলু ক্ষেতের অধিকাংশ জায়গা ফাকা থাকে, এ সময় শুধু সারি ভিজিয়ে স্প্রে করাই যথেষ্ট।
  • প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে রিডোমিল মিশিয়ে পাতার উপর নীচ সহ সমস্ত গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করুন।
  • পরবর্তিতে আলু গাছ বড় হলে সম্পূর্ন গাছ ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে একই হারে রিডোমিল প্রয়োগের জন্য প্রয়োজনীয় পানি ব্যবহার করুন।
  • মড়ক / পচন রোগ বিস্তারের অনুকুল পরিবেশ থাকলে বা রোগের প্রকোপ বেশী হলে ৭ দিন পর পর স্প্রে করুন।
  • শেষ প্রয়োগের ৩ দিন পর টমাটো ও ১৪ দিন পর আলু তোলা যাবে।

সাবধানতা

শিশুদের নাগালের বাইরে রাখুন। 

মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।

আপনারঅদৃশ্যমন্তব্য

3 টি মন্তব্য

Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন