গ্রোজিন দাম ও ব্যবহারবিধি
গ্রোজিন কি ?
গ্রোজিন জিংক ও সালফারের সমন্বয়ে গঠিত একটি জিংক সালফেট যৌগ। এটি জিংক ও সালফারের ঘাটতি পূরণ করে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে।

উপাদান
জিংক: ৩৬%, সালফার ১৭.৫%
প্রয়োগক্ষেত্র
ধান, আলু, পিঁয়াজ, টমেটো, মরিচ, পটল, আখ, পাট, তামাক, কলা, পান ইত্যাদি ফসলে প্রয়োগের জন্য গ্রোজিন অনুমোদিত।
অনুমোদিত মাত্রা
একর প্রতি ৩ কেজি। তবে জমিতে জিংক ও সালফারেরর অভাবের তারতম্যভেদে গ্রোজিন এর মাত্রা কমবেশি করা যেতে পারে।
ব্যবহার বিধি
ফসলের বীজ বপন বা চারা রোপণের পূর্বে জমিতে শেষ চাষের সময় অনুমোদিত মাত্রায় গ্রোজিন ছিটিয়ে দিন। এছাড়া গাছের শারীরিক বৃদ্ধির সময় দশর অভাবের লক্ষণ দেখা দিলে গাছের গোড়ায় প্রয়োজনীয় পরিমাণ গ্রোজিন ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।
গ্রোজিন এর উপকারিতা
- গাছের শিকড় মাটির নিচে বিশর লাভ করে এবং নতুন কুশি ও ডালপালা গজায়।
- মাটি থেকে অধিক পরিমাণ খাদ্য উপাদান গ্রহণে গাছকে সহায়তা করে।
- গাছ সহজে শোষিত খাদ্য হজম করতে পারে এবং দ্রুত বেড়ে উঠে।
- দানা জাতীয় ময্যের দানা অধিক পুষ্ট হয় এবং ফলন বেশী হয়।
বিষাক্ততা
মোজিন-এ জনস্বাস্থ্য, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর কোন বিষাক্ত পদার্থ নেই। অনুমোদিত ব্যবহারে ব্যবহারকারী উপর এর বিষক্রিয়ার নজির নেই।
সাবধানতা
শিশুদের নাগালের বাইরে রাখুন।
মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।
টিএসপি সারের সাথে মিশিয়ে গ্রোজিন ব্যবহার করবেন না
রেজি: আই এম পি - ৯৫৯
4 টি মন্তব্য
-
নামহীন ১৪ জুলাই, ২০২৪ এ ১১:৩৫ PM গ্রোজিন ১ কেজির প্যকেট কত টাকা -
নামহীন ১৬ আগস্ট, ২০২৪ এ ১:২৬ PM দাম কত? -
নামহীন ২২ আগস্ট, ২০২৪ এ ১০:১২ AM সিনজেনটার পণ্য অনেক ভালো।কিন্তু দুঃখের বিষয় আপনাদের ডিলার পয়েন্টে মূল যা দেয়া থাকে তাই নেয়।অথচ বাইরে কীটনাশকের দোকানে সেই পণ্যর দাম কম কর ৫০ টাকার মত কম বেশি হয় কেনো। -
নামহীন ৮ সেপ্টেম্বর, ২০২৪ এ ৫:৫৯ PM গ্লোজিন দেওয়ার কতোদিন পরে টিএসপি দেওয়া যাবে