ল্যাম্বডা সাইহ্যালনাথ্রিন গ্রুপের কীটনাশক

ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন মূলত পাইরেথ্রইয়েড গোত্রের স্পর্ষক ও পাকস্থলি ক্রিয়া সম্পন্ন কীটনাশক।

ল্যাম্বডা সাইহ্যালনাথ্রিন পরিচিতি

ল্যাম্বডা সাইহ্যালনাথ্রিন সাইপারমেথ্রিনের মতো এটিও সিনথেটিক পাইরিথ্রয়েড শ্রেণীর কীটনাশক হওয়ায় কাজে অনেকটা মিল আছে। তবে এটি সাইপারমেথ্রিন থেকেও বেশি শক্তিশালী। এর কীট-পতঙ্গ বিতাড়ন ক্ষমতাও খুব ভালো। 

ল্যাম্বডা সাইহ্যালনাথ্রিন

ক্যারাটে, ফাইটার, রীভা, মার্লো, ইনডোল ইত্যাদি কীটনাশকগুলো আপনারা ব্যবহার করে থাকবেন হয়ত। এগুলোকে ২.৫ ইসি কীটনাশক বলা হয়ে থাকে, কারণ এতে ২৫% ল্যাম্বডা সাইহ্যালনাথ্রিন থাকে। ব্যাপক পরিমাণে ব্যবহৃত কমন কীটনাশকগুলোর মধ্যে এটিও একটি। 

তাই এর গুণাগুন সম্পর্কেও ২ লাইন জেনে রাখা ভালো৷

কাজের ধরন

স্পর্শক এবং পাকস্থলীয় গুন থাকার জন্য এটি পোকা-মাকড়ের গায়ে স্পর্শ করলেও মারা যাবে এবং প্রয়োগকৃত গাছের পাতা, ফুল-ফল, ডালপালা খেলেও মারা যাবে। 

এটিও পোকা-মাকড়ের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। এর প্রয়োগে পোকামাকড় দ্রুত খাওয়া বন্ধ করে দেয়। শরীর অবশ হয়ে মাটিতে পড়ে যায়। 

কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়

কৃষিক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় দমনে এটি প্রয়োগ করা হয়ে থাকে৷ বিশেষ করে যে সকল পোকা গাছের পাতা, ফুল-ফল, ডগা চিবিয়ে/কুরে খায়, সে সকল পোকা ভালো দমন করে। 

  • ফলের মাছি পোকার জন্য এটি খুবই ভাল কাজ করে। কুমড়াজাতীয় সবজি, আম, ডালিম, লিচু, পেয়ারা ইত্যাদি ফলের মাছি পোকা দমন এবং বিতাড়নের জন্য খুবই কার্যকরী।
  • ল্যাদাপোকা ও বিছাপোকা এবং কাটুই পোকা দমনে খুব কার্যকরী। বেগুন, শিম, টমেটো সহ অন্যান্য ফসলের ল্যাদাপোকা,  পাটের বিছাপোকা এবং আলু ও অন্যান্য ফসলের মাটিতে বসবাসকারী কাটুই পোকা দমনে ভালো কাজ করে। 
  • আম গাছের হপার দমনে গাছ ও ডাল-পালা ভিজিয়ে স্প্রে করতে হবে। সরাসরি এর সংস্পর্শে আসলে মারা যাবে। 
  • এটি কীট-পতঙ্গ দমনের পাশাপাশি মাকড় দমন করার ক্ষমতাও রাখে। তাই এটি ব্যবহারে অন্যান্য পোকার সাথে মাকড়ও নিয়ন্ত্রণে থাকে।
  • এটি শোষক পোকাও নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখে। 
  • এর প্রয়োগে গান্ধি পোকা, জাবপোকা, জ্যাসিড, হপার, থ্রিপস সহ আরো বিভিন্ন শোষক পোকা নিয়ন্ত্রণে থাকে। 
  • সাদা মাছির নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই সীমিত কাজ করে। 
  • এটি লার্ভিসাইড হিসেবে কাজ করায় পোকা-মাকড়ের লার্ভা নষ্ট করে ফসল রক্ষা করে পোকা নিয়ন্ত্রণ করে। 
  • মাটিতে বসবাসরত ক্ষতিকর ল্যাদা ও কাটুই পোকা সহ আরো বিভিন্ন পোকা দমনের জন্য সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা হয়ে থাকে। 

অনেকে বলে থাকেন-  এটি ব্যবহারে গাছের পাতার পুরুত্ব কম হয়, যার ফলে গ্রোথ বেশি হয়। 

  • বাসা বাড়ির বিভিন্ন পোকা যেমন-  উইপোকা, ঘুনপোকা, মশার লার্ভা, পিঁপড়া, তেলাপোকা, ছারপোকা দমনেও এটি ব্যবহার হয়ে থাকে। 

বিষাক্ততা

মৌমাছি, লেডি বার্ড বিটল সহ অন্যান্য উপকারী পোকার জন্য এটি খুব বিষাক্ত। জলজ প্রাণী এবং মানুষের জন্যও এটি মাঝারি ধরনের বিষাক্ত। 

সতর্কতা

এটি ফুল ঝরিয়ে ফেলার কাজ করে। তাই গাছের  Flowering  Stage  অর্থাৎ গাছে ফুলের জোয়ার আসলে এটি স্প্রে করা উচিত হবে না।

ক্রস প্রতিক্রিয়া

এটি প্রায় সকল ধরনের কীটনাশকের এবং পিজিআর ও অনুখাদ্যের সাথে মিশিয়ে স্প্রে করা যায়। সাধারণ ছত্রাকনাশকের সাথেও চলে।

বানিজ্যিক নাম

বিভিন্ন কোম্পানি থেকে ল্যাম্বডা সাইহ্যালনাথ্রিন কীটনাশক বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। নিচে কয়েকটি উল্লেখ করা হলো-

বানিজ্যিক নাম কোম্পানি
ক্যারাটে সিনজেনটা
ফাইটার এসি আই
রীভা অটো ক্রুপ কেয়ার
নিনজা দি লিমিট এগ্রোপ্রো. লি.
জুবাস ইনতেফা
সাইক্লোন হেকেম বাংলাদেশ
কিক ভ্যালেন্ট টেক লি
ল্যামিরন সুইট এগ্রোভেট লি.
সিরাট ব্যাবিলন এগ্রো
মার্লো ন্যাচার কেয়ার
ইনডোল মিমপেক্স
ল্যামডেক্স ক্লীন এগ্রো

মূল্য

এটি সস্তা মূল্যে পাওয়া যায়। সিনজেনটা ছাড়া বাকিগুলোর ১০০ মিলি সাইজ ৯০-১০০ টাকায় পেয়ে যাবেন। ৫০০ মিলি হলে ৩৫০৳+- হবে। 

এটি "ইসি" ফরমুলেশন ছাড়াও  "ডব্লিউ পি, এস এল, এস সি এবং "বাইট" আকারে পাওয়া যায়। 
আপনারঅদৃশ্যমন্তব্য
Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন