কৃষ ৪০ এসসি আগাছানাশক দাম ও ব্যবহারবিধি

কৃষ ৪০ এসসি অভাবনীয় কার্যকরী আগাছানাশক, ধানের আগাছা দমনে অধিক কার্যকরী

কৃষ ৪০ এসসি কি ?

কৃষ নতুন প্রজন্মের বৈপ্লবিক আগাছানাশক। ইহা অঙ্কুরোদগমের পরপরই প্রয়োগযোগ্য সিস্টেমিক আগাছানাশক যা ধান ক্ষেতের আগাছা দমনে বিশেষভাবে কার্যকরী।

কৃষ ৪০ এসসি

এর প্রতি লিটারে ৪০০ মিলি  সক্রিয় উপাদান বিসপাইরিব্যাক সোডিয়াম রয়েছে। ইহা আগাছার পাতা, কাণ্ড ও শিকড়দ্বারা শোষিত হয়ে  সমস্ত আগাছায় ছড়িয়ে পড়ে এবং আগাছাকে সহজেই দমন করে।


কৃষ ৪০ এসসি কেন ব্যবহার করবেন ?

  • কৃষ ৪০ এসসি ঘাস জাতীয় আগাছা যেমন শ্যামা ঘাস ও ক্ষুদে শ্যামা; সেজ জাতীয় আগাছা যেমন চেচড়া, বড়চুচা, হলদে মুথা ইত্যাদি এবং প্রশস্ত পাতাবিশিষ্ট আগাছা যেমন ঝিলমরিচ, পানিলং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি দমনে কার্যকরী।
  • কৃষ ৪০ এসসি প্রয়োগের সময় সংবেদনশীল আগাছা যা সবেমাত্র অঙ্কুরিত হয়েছে বা দুই থেকে তিন পাতা হয়েছে বা মাঝারি হয়েছে, এমন আগাছা সহজে নিয়ন্ত্রণ করতে পারে।
  • কৃষ ৪০ এসসি জমিতে আগাছা দমন করার পাশাপাশি পরবর্তীতে  নতুন করে আগাছা জন্মাতে বাধা দেয়
  • কৃষ ৪০ এসসি শুষ্ক (শুকনো) জমিতে প্রয়োগ করলে  কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।

ব্যবহারবিধি:

(ক) ধানের বীজতলার ক্ষেত্রে : ধানের বীজতলায় চারা গজানোর ১০-১৫ দিনের মধ্যে অথবা চারা উঠানোর ১০-১৫ দিনের পূর্বে কৃষ ৪০ এসসি ভালোভাবে স্প্রে করুন।

(খ) ধানের চারা রোপণের পর : ধানের চারা রোপণের পর জমিতে জন্ম নেয়া আগাছার ১-৩ পাতা অবস্থায় (মৌসুমভেদে রোপণের ১০-১৫ দিন পর কিন্তু ৩০-৩৫ দিনের পূর্বে ) কৃষ ৪০ এসসি ভালোভাবে স্প্রে করুন। খেয়াল রাখুন এসময় যাতে জমি শুষ্ক  অবস্থায় থাকে। প্রয়োজনে জমিতে স্প্রে করার পূর্বে পানি নিষ্কাশন করে শুকিয়ে নিন।

প্যাকিং সাইজ: ২০ মিলি, ১০ মিলি ও ৬ মিলি

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলি ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন।

ফসল বালাই অনুমোদিত মাত্রা ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
ধান শ্যামা ঘাস, বড়চুচা, হলদে মুথা, চেচড়া, জয়না, ঝিল মরিচ, পানি লং, পানিকচু, শুসনিশাক, নুনেশাক ইত্যাদি ১.৬৫ মিলি


কৃষ ৪০ এসসি দাম

পরিমাণ দাম
২০ মিলি ২৪৫ টাকা
৬ মিলি ১৩০ টাকা
আপনারঅদৃশ্যমন্তব্য
Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন