নারিকেলের গন্ডার/গোবরে পোকার আক্রমণ

নারিকেলের গন্ডার/গোবরে পোকা আক্রমণ ও প্রতিকার 

ছোট নারিকেল গাছে গন্ডার বা গোবরে পোকা নারিকেল গাছের ডালে ছিদ্র করে বাসা বাঁধে। ফলে গাছ অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। গোবরে পোকা থেকে বাঁচতে কীটনাশক ব্যবহার করতে হবে।

নারিকেলের গন্ডার/গোবরে পোকা।


নারকেল গাছের পোকা পরিচিতি

পূর্ণ বয়স্ক পোকা ১ ইঞ্চি লম্বা এবং ১ ইঞ্চি চওড়া। গায়ের উপর কালো শক্ত ঢাকনা থাকে। মাথার উপর গন্ডারের মত ১টি শিং থাকে। সাধারাণত গোবরের গাদা ও ময়লা আবর্জনায় এ পোকা জন্মায়।


ক্ষতির ধরণ

পূর্ণ বয়স্ক পোকা নারিকেল গাছের কচি অগ্রভাগে ছিদ্র করে ভিতরে ঢুকে পড়ে এবং কচি অংশগুলোর রস গ্রহণ করে। এ পোকা গাছের যে সমস্ত কচি অংশগুলো কেটে ফেলে সে গুলো পচে যায়। গাছের ফুল ও ফল ধারণ এবং বৃদ্ধি ব্যহত হয়। অনেক সময় সদ্য গজানো কচি পাতায় কাচি দিয়ে কাটার মতো দেখা যায়। আক্রমণ ব্যাপক হলে পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়ে এবং গাছটি মারা যায়।


নারকেল গাছের গন্ডার বা গোবরে পোকা দমন

১) নারিকেল বাগানের ভিতর বা আশেপাশে গোবরের গাদা বা ময়লা আবর্জনা রাখা যাবে না।

২) যে সকল গাছ মারা গেছে বা মরার উপক্রম হয়েছে সেগুলোকে বাগান হতে অপসারণ পূর্বক ধ্বংস করতে হবে।

৩) গাদার অগ্রভাগে বা ডগায় পোকার ছিদ্র দেখা গেলে তার মধ্যে লোহার শিক ঢুকিয়ে পোকাকে মেরে ফেলতে হবে।

৪) সিরিঞ্জ দ্বারা যে কোন কীটনাশক পানিতে মিশিয়ে দিয়ে ছিদ্রের মধ্যে প্রয়োগ করো ছিদ্রের মুখটি বন্ধ করে দিতে হবে।

৫) গাছের পাতা কাচি দিয়ে কাটার মত করে কাটা রয়েছে দেখলেই পোকা দমনে তৎপর হতে হবে।

৬) পচা খৈল দ্বারা ফাঁদ তৈরী করে গোবরে পোকাকে মারার চেষ্টা করতে হবে।

৭) গাছের ৫/৬ পাতার পত্র কক্ষে করাতের গুড়া এবং ডায়াজিন ৯.১ হারে মিশেয়ে প্রয়োগ করলে পোকা দমন করা যায়।

আপনারঅদৃশ্যমন্তব্য

1 টি মন্তব্য

Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন