ছাদবাগান শুরু করার পূর্বে জেনে নিন আপনার করণীয় কী কী
ছাদবাগান বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সখের বশে ও বাণিজ্যিক দুভাবেই ছাদবাগান করার প্রবণতা দেখা যাচ্ছে। জনাকীর্ণ শহরের কোথাও ফাঁকা জমি অবশিষ্ট নেই। প্রকৃতি যেন হারিয়ে গেছে উঁচু ভবনের আড়ালে। সংকীর্ণ শহরে সবুজের দেখা পাওয়া দুষ্কর। সেই দেখা না পাওয়া সবুজকে দেখে পাওয়ার সুযোগ করে দেয় ছাদবাগান। কংক্রিটের নিচে চাপাপড়া সবুজের রং হয়ত ছাদবাগান দিয়ে পুষিয়ে নেওয়া যাবে না। তবুও সবুজ আশার আলো দেয় ছাদবাগান। তাই আজ আমরা ছাদবাগান করার জন্য কী কী প্রয়োজন, কীভাবে ছাদবাগান করা যায় সে সম্পর্কে জানবো।
![]() |
ছাদবাগানের দৃশ্য |
ছাদবাগান করার জন্য করণীয় প্রস্তুতি কী কী?
ভাবছেন কীভাবে ছাদবাগান শুরু করবেন? আসুন তাহলে জেনে নেওয়া যাক ছাদpবাগান কীভাবে শুরু করবেন। প্রাথমিকভাবে আপনি সহজে টবে চাষ করা যায় এমন সবজি, ফল ও ফুল গাছ দিয়ে ছাদবাগান করতে পারেন। বড় পরিসরে ছাদবাগান শুধু করতে চাইলে আরো কিছু বিষয়ে অবগত থাকতে হবে। যেমন- ছাদের লোড পরিমাপ, ড্যাম্পপ্রুফ/সিজনিং/ওয়াটার রেজিসট্যান্ট, পানি নিষ্কাশন, বিশুদ্ধ পানি সরবরাহ, গাছ মাটি ও সার সাপ্লাই এবং সবচেয়ে বেশি জরুরি হলো বাজেট ও পরিকল্পনা।
ছাদের লোড পরিমাপ করা কেন প্রয়োজন?
ছাদবাগান শুরু করতে হলে আপনার ছাদের লোড নেওয়ার ক্ষমতা জানা জরুরি। কেননা আপনি যখন ছাদে টব বা ড্রাম বসাবেন তখন ছাদের উপর ভর বাড়বে। আপনার ছাদ সে বড় ধারণ করতে পারবে কি-না? পারলেও ছাদ এই ভর কতোদিনl সহ্য করতে পারবে তা জানা প্রয়োজন। কারণ বাগানের থেকে জীবনের নিরাপত্তা আগে। তাই ছাদের ওজন ধারণ ক্ষমতা অনুযায়ী টবের সংখ্যা নির্ধারণ করতে হবে।
ড্যাম্পপ্রুফ/সিজনিং/ওয়াটার রেজিসট্যান্ট কেন প্রয়োজন?
ছাদে বাগান করলে টব বা ড্রাম থেকে চুয়িয়ে পানি ছাদে পড়বে যা সহজেই ছাদের স্থায়িত্ব নষ্ট করতে পারে। ছাদ ড্যাম্প হয়ে গেলে রং খসে পড়বে, ছাদের ওজন ধারণ ক্ষমতা কমে যাবে অর্থাৎ ছাদের স্থায়িত্ব কমে যাবে। যার জন্য ছাদকে ওয়াটারপ্রুফ ও ড্যাম্পপ্রুফ করা প্রয়োজন।
পানি নিষ্কাশন ব্যবস্থাপনা
ছাদবাগানের অন্যতম প্রতিবন্ধকতা হলো পানি নিষ্কাশন। ছাদে পানি জমে থাকলে গাছ যেমন নষ্ট হয় তেমনি ছাদে পানি জমে শ্যাওলা পড়ে ছাদও নষ্ট হয়। তাই ছাদবাগান করার পূর্বে সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।
পানি সরবরাহ
ছাদবানে পানি নিষ্কাশনের মতো, পানির সরবরাহ নিশ্চিত করা জরুরি। কেননা, ছাদবাগানে মাটির রস ধরে রাখতে সঠিক সময় পানি সেচ দিতে হবে। এজন্য পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
গাছ, মাটি ও সার সংগ্রহ
রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর থেকে শুরু করে যেকোনো শহরে বর্তমানে মাটি সংগ্রহ করা কষ্টসাধ্য ব্যাপার। অনেক দোকানে ককপিট, জৈব সার, রাসায়নিক সার সহ ছাদবাগানের নানা উপকরণ বিক্রি করে থাকে। সেখান থেকে মাটি ও সার সংগ্রহ করা যেতে পারে। ছাদবাগানের অন্যতম কাজ হলো সঠিক জাত ও সুস্থ গাছ সংগ্রহ করা। এজন্য নিকটস্থ বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করতে হবে।
পরিকল্পনা ও বাজেট
ছাদবাগান করার জন্য পরিকল্পনা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক পরিকল্পনা না করতে পারলে আপনার ছাদবাগান সুন্দর সফল হবে না। ছাদবাগানে কী ধরনের গাছ রোপণ করবেন তার পরিকল্পনা, কতটি রোপণ করবেন তার হিসেব জরুরি। জায়গার অনুপাতে চেয়ে গাছ বেশি হলে গাছ বেশি হলে গাছে ভালো ফলন পাওয়া যাবে না। স্থায়ী, অস্থায়ী বা মৌসুমি গাছ লাগানোর পরিকল্পনা করতে হবে। কতোগুলো গাছ কিনবেন এবং এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ খরচ ইত্যাদির জন্য আপনার বাজেট নির্ধারণ করতে হবে। দেখা গেলো গাছ কিনেছেন কিছু বাজেট স্বল্পতার কারণে টব, মাচা, সার ইত্যাদি দিতে পারছেন না। তখন বাগান সুন্দর হবে না।
ছাদবাগানের জন্য গাছ নির্বাচন
ছাদবাগানের জন্য সঠিক গাছ নির্বাচন অত্যন্ত জরুরি। গাছ নির্বাচনের সময় এমন গাছ নির্বাচন করতে হবে- যে গাছ বিরূপ পরিবেশে টিকে থাকতে পারে। কেননা প্রাথমিকভাবে আপনি গাছের সঠিক পরিচর্যা না করতে পারলেও যেন আপনার বাগানের গাছটি নষ্ট না হয়ে যায়। এজন্য ফল জাতীয় গাছ যেমন : আম, ডালিম, করমচা, মালটা, পেয়ারা ইত্যাদি চারা রোপণ করতে পারেন। ছাদবাগানের জন্য ফুলগাছ সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। ছাদবাগানের জন্য উপযুক্ত কিছু ফুল গাছ হলো : বাগান বিলাস, বেলি, জবা, এডেনিয়াম, গোলাপ, টগর, ইত্যাদি। ফুলের মধ্যে কিছু মৌসুমি ফুল গাছ ছাদে ভালো হয়। যেমন : চন্দ্রমল্লিকা, গাঁদা, কসমস, জারবেরা, নয়নতারা, ইত্যাদি। ছাদবাগানে চাষ করা যায় এমন কিছু সবজি হলো : উস্তে, টমেটো, বেগুন, ঢেঁড়স, বরবটি, লাউ ইত্যাদি। ছাদবাগানে চাষ করা যায় এমন কিছু মসলা হলো : মরিচ, তেজপাতা, ধনেপাতা ইত্যাদি।
পরিশেষে
ছাদবাগান করার জন্য উপরের তথ্য আলোকে ক্ষুদ্র করে হলেও আজই আপনার বাগানের কাজ শুরু করে দিন৷ আপনার সখের ছাদবাগানটি আপনার লাভজনক ব্যবসায়ও পরিণত হতে পারে। তা সময় নষ্ট না করে আপনার সাধ্যমতো ছাদবাগান করে ফেলুন। ছাদবাগানের পরিচর্যা ও অন্যান্য তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের নেটওয়ার্ক চালু রাখুন। ধন্যবাদ।