টিল্ট ২৫০ ইসি কীটনাশক দাম ও ব্যবহারবিধি

টিল্ট ইমালসিফাইয়াবল কনসেন্ট্রেট ফরমুলেশনে তৈরি প্রবহমান কীটনাশক, যার মূল উপাদান প্রপিকোনাজোল। টিল্ট প্রতিরোধক ও প্রতিষেধক উভয়ভাবেই সমান কার্যকরী।

টিল্ট ২৫০ ইসি কী?

টিল্ট ইমালসিফাইয়াবল কনসেন্ট্রেট ফরমুলেশনে তৈরি প্রবহমান ছত্রাকনাশক, যার মূল উপাদান প্রপিকোনাজোল। টিল্ট প্রতিরোধক ও প্রতিষেধক উভয়ভাবেই সমান কার্যকরী।

“ধানের খোল পচা রোগ দমনে টিল্ট”

টিল্ট ২৫০ ইসি

মূল উপাদান

প্রপিকোনাজোল (প্রতি লিটার টিল্ট -এ ২৫০ গ্রাম প্রপিকোনাজোল আছে)

ফরমুলেশন : ইমালসিফাইয়াবল কনসেন্ট্রেট (ইসি)

প্যাক সাইজ : ৫০ এমএল, ১০০ এমএল ও ৫০০ এমএল

বাহ্যিক অবস্থা : তরল

রং : হালকা হলুদ থেকে হলুদ

কার্যক্ষমতা : প্রবহমান

পন্যের উৎস (দেশ) : ফ্রান্স

টিল্ট কীভাবে কাজ করে? 

  • টিল্ট স্প্রে করার পর দ্রুত পাতা ও কান্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে যায়।
  • ছত্রাকের কোষ বিভাজনে প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ছত্রাক মারা যায়।
  • এসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস ও ডিওটারোমাইসিটিস গোত্রের ছত্রাক সমূহ বেশী সংবেদনশীল।
  • প্রতিরোধক ও প্রতিষেধক উভয়ভাবেই সমান কার্যকরী।

টিল্ট এর উপকারিতা

  • ধানের শীথ ব্লাইট সহ অন্যান্ন রোগের জন্য কার্যকরী ছত্রাকনাশক।
  • টিল্ট পাতা ও কান্ডের মাধ্যমে গাছের সব অংশে যায় এবং প্রাথমিক অবস্থায় ছত্রাকের বৃদ্ধি থামিয়ে দেয়।
  • প্রবহমান গুনের কারনে স্প্রে করার পর বৃষ্টির পানিতে ধুয়ে যায় না। এমনকি নতুন গজানো পাতাও রোগ মুক্ত থাকে।
  • প্রতিরোধক, প্রতিষেধক ও ধংসকারী যে কোন পর্যায় সমস্ত গাছকে রক্ষা করে।

ব্যবহারবিধি

শস্য রোগ ব্যবহারবিধি
ধান শীথ ব্লাইট, বাদামী দাগ, স্কাব, ডার্টি প্যানিকেল, শীথ রট ১০ লিটার পানিতে ২০ এমএল টিল্ট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে
কলা সিগাটোকা ১০ লিটার পানিতে ৫ এমএল টিল্ট মিশিয়ে ৫ শতাংশ জমিতে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্র করুন।
আম পাতার দাগ ও মিলডিউ ১০ লিটার পানিতে ৫ এমএল টিল্ট মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে স্প্র করুন।
পেয়ারা পাতার দাগ ১০ লিটার পানিতে ৫ এমএল টিল্ট মিশিয়ে ভালভাবে গাছ ভিজিয়ে স্পে করুন।

সাবধানতা

শিশুদের নাগালের বাইরে রাখুন। 

মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন। খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না, খালি প্যাকেট ছিড়ে নিরাপদ স্থানে মাটির নিচে পুঁতে ফেলুন।

আপনারঅদৃশ্যমন্তব্য
Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন