ধানের পাতা মোড়ানো রোগ

ধানের পাতা মোড়ানো পোকা পাতাতে লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়।

ধানের পাতা মোড়ানো রোগের লক্ষণ

ধানের পাতা মোড়ানো পোকা পাতাতে লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়।

ধানের পাতা মোড়ানো পোকা

খুব বেশি ক্ষতি করলে পাতাগুলো পুড়ে পাওয়ার মত দেখায়। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্য শিরার কাছে ডিম পাড়ে। কীড়াগুলো পাতার সবুজ অংশ খায় এবং বড় হওয়ার সাথে সাথে তারা পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে একটা নলের মত করে ফেলে। মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলীতে পরিণত হয়।

ধানের পাতা মোড়ানো রোগ ব্যবস্থাপনা

  • প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা কীড়াসহ পাতা
  • সংগ্রহ করে ধ্বংস করা।
  • আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা।
  • জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণ বয়স্ক মথ দমন করা।

শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেমন: ক্লোরপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন: ডারসবান ২০ ইসি বা পাইক্লোরেক্স ২০ ইসি ২মি.লি./ লি. বা ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক যেমন: ফাইফানন ২.৪ মিলি/ লি হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। অথবা অন্য নামে এ পোকার জন্য অনুমোদিত বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা

পরবর্তীতে যা যা করবেন না

জমিতে অতিরিক্ত ইউরিয়া সার বা এলোপাথাড়ি বালাই নাশক ব্যবহার করবেন না

পরবর্তীতে যা যা করবেন

  • সঠিক দূরত্বে ও সঠিক বয়সের চারা রোপণ করুন। 
  • চারা লাগানোর পরপরই জমিতে পর্যাপ্ত পরিমাণে খুঁটি পুঁতে দিন যাতে সেখানে পাখি বসে পোকা খেতে পারে।
  •  মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার দিন।

আপনারঅদৃশ্যমন্তব্য
Cancel

অবাঞ্চিত মন্তব্য করা থেকে বিরত থাকুন